আলমডাঙ্গায় আত্মগোপনের দোহায় দিয়ে ১১ দিন পার করলেও মাথাভাঙ্গা নদীতে ভেসে উঠলো লাশ
প্রতিনিধি :
arforayeji
আপডেট :
জুলাই ২৭, ২০২৩

আলমডাঙ্গায় আত্মগোপনের দোহায় দিয়ে | ছবি : আলমডাঙ্গায় আত্মগোপনের দোহায় দিয়ে
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া থেকে নিখোঁজের ১১ দিন পর যুবকের অর্ধগলিত লাশ ভেসে ওঠে মাথাভাঙ্গা নদীতে। ২৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বাঁশবাড়িয়া ফেরীঘাট এলাকার মাথাভাঙ্গা নদীতে নিখোঁজ যুবক মোস্তফার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। সংবাদ পেয়ে ছুটে সনাক্ত করে এটাই নিখোঁজ মোস্তফার লাশ।
